সুপারের বাণী ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত
সুপারের বাণী ও সংক্ষিপ্ত জীবনী
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
আল-হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ (সা.)। মহান আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে আশরাফুল মাখলুক্বাত হিসেবে সৃষ্টি করেছেন। জ্ঞানের ক্ষেত্রে ফেরেস্তাদের উপর আদম (আ.) কে শ্রেষ্টত্ব দান করেছেন। এক সময় জাগতিক ও আধ্যাতিক জ্ঞানের অপূর্ব সমন্নয়ে এমন অসাধারণ ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছিলেন, যারা সমগ্র বিশ কে বিস্মিত, হতবাক ও আলোড়িত করেছিলেন। তারা শুধু পুথিগত বিদ্যার সমৃদ্ধ না হয়ে সকল জ্ঞান বাস্তবায়নে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের আহমদ নগর দাখিল মাদ্রাসা কোরআন-সুন্নাহের আলোকে গতানুগতিক ধারাকে আধুনিক ও উন্নত করে যুগোপযোগি করার দৃঢ় প্রত্যয় নিয়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
দয়াময় রাব্বুল আলামিনের কাছে আমাদের এই মহৎ উদ্যোগের সফলতা কামনা করছি।